ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ নগরকান্দা উপজেলা ডাংগী ইউনিয়নের ডাংগি বাঙ্গাল কান্দার গ্রামের সোহাগ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ আগস্ট) ভাঙ্গার টোল প্লাজার হাইওয়ে এক্সপ্রেসওয়ে নামক স্থানে গাঁজা সহ এক জন আটক হয়।ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো: হাশেমের এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত হলেন, ডাংগী ইউনিয়নের বাঙ্গাল কান্দা গ্রামের রেকোর ছেলে সোহাগ মিয়া এবং স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা আমির হোসেনের ভাতিজা।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,,দীর্ঘদিন ধরে আমির হোসেন অর্থায়ন ও প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কয়েক মাস আগে ভাঙ্গা এলাকায় চালানো অভিযানে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা তদন্তে আমির হোসেনের নাম প্রকাশ করেন।
আজকের অভিযানে ধৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মূল হোতা হিসেবে আমির হোসেনের নামও আলোচনায় এসেছে বলে জানা যায়।