1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

ফুলছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মো: সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকালে কালিরবাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী রঙিন পোশাকে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন।
কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মণের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উদাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, ফুলছড়ি থানার এস.আই রানা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শহীদ, কালিরবাজার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মিয়া, গনফোরাম সভাপতি মুরাদ হোসেন, এনসিপি’র যুগ্ম-সমন্বয়ক আহসানুল হক স্বাধীন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস সরকার।

আলোচনাসভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য-ন্যায় প্রতিষ্ঠা, ধর্ম রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরেন। পরে ভক্তিমূলক গান পরিবেশন এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবছরও জন্মাষ্টমীকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট