মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এস.স.সি দাখিল পরীক্ষায় জি.পিএ-.৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে( ১৫ আগস্ট শুক্রবার) জিধুরী প্রামানিক ফাউন্ডেশন অস্থায়ী কার্যালয়ে
জি.পিএ -.৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রামানিক ফাউন্ডেশন প্রধান
উপদেষ্টা ও বিএনপি-র দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া।
প্রামানিক ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল প্রামানিক এ-র সঞ্চালনায় ২০২৫ সালের এস.স.সি দাখিল পরীক্ষায় জি.পিএ-.৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রামানিক ফাউন্ডেশনের সভাপতি রোকন উদ্দিন। প্রামানিক, ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রামানিক ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল, সামাজ সেবক জামান মন্ডল, সামাজ সেবক পাশান প্রামানিক ২০২৫ সালের জিপিএ -৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী অভিভাবক সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।