রম সরকার বিপ্লব সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার র্যালি বের হয়।
জানা যায়,শনিবার(১৬ আগষ্ট)সকাল ১০ টায় চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রার র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষণ করে র্যালিটি মন্দিরে এসে শেষ হয়।হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ -৩(রায়গঞ্জ -তাড়াশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুর সাত্তার, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস,রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ চন্দন কুমার, শ্রী শ্রী গোপাল জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার নাগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।