শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- পাইকগাছা উপজেলা সদরস্থ সরল জিরোপয়েন্টে প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও গণসংযোগ কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল যা একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে। এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র-ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, দখলবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যাহা জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। ১৬ই আগস্ট শনিবার
পৌরসদরস্থ সরল জিরোপয়েন্টে প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। এসময় বাসমালিক সমিতির জেলা সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল সহ স্থানীয় এলাকাবাসী জামায়াতের এ ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছি জামায়াত আমাদের পাশে দাঁড়িয়েছে, যেটি সত্যিই প্রশংসনীয়। উদ্বোধনের সময় জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মাও. গোলাম সরোয়ার,সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড.লিয়াকত আলী,মাও আমিনুল ইসলাম, ইউনিট সদস্য কাজী তমজিদ আলম,আব্দুল মোমিন সানা,অ্যাড. আ. মজিদ,উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ,সহ সেক্রেটারি মাও. আব্দুল খালেক,পৌর আমীর ডা. আসাদুল হক,পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন,অ্যাড. আক্কাছ আলি,সেক্রেটার মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম,জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী,শিবিরের সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিন, রুহুল কুদ্দুস,সাংবাদিক ফিরোজ আহমেদ, তামিম রায়হান,আল মামুন,সোহেল আহম্মেদ সহবিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,অতিবৃষ্টিতে দীর্ঘদিন ধরে রাস্তাটি খানা খন্দে পরিনত হয়েছে, যান ও মানুষের চলচলে জনদুর্ভোগে সৃষ্টি হয়েছে।জামায়াতের নিজস্ব খরচে রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিনের এ জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে তারা আশা করে।