মোঃ রিদুয়ান চৌধুরী
আর্থ সিঙ্ক-এর উদ্যোগে আজ ১৭ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ এর দ্রুত পুনঃনির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়নের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আর্থ সিঙ্ক’ এর প্রতিষ্ঠাতা ও চিন্তক মোঃ সাইফুল আলম, এবং সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আর্থ সিঙ্ক’ এর ইনিশিয়েটর ভাস্কর অরুপ বরুয়া।
‘আর্থ সিঙ্ক’ এর পক্ষ হতে বক্তব্য রাখেন-মুখ্য ইনিশিয়েটর নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার অরুপ রতন মহাজন, ইনিশিয়েটর আলমগীর হোসেন, ইনিশিয়েটর পরিবেশ আইনজীবী জাহিদ হোসেন, ইনিশিয়েটর আজমাঈল আদিল আরাফ, ইনিশিয়েটর মোঃ রেজাউল করিম রানা, ও ইনিশিয়েটর আবতাহী মো: নাফিজ এবং আরো নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন-সৈয়দ রবিউল হক শিমুল, ইমাম হোসেন সবুজ, জাকিয়া সুলতানা, মোঃ ইব্রাহিম, নুরুল আনসার তৌফিক, নুরুল আমিন হিমনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয় এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়, যা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলে। তাঁরা আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান—যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ এবং ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি—প্রয়োগ করে টেকসই পুনঃনির্মাণের দাবি জানান।
আর্থ সিঙ্ক সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও প্রকৃতি-নির্ভর সমাধান ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রসার ঘটিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়নে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।