আজিজুর রহমান আজিজ
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে জবাই করে হত্যা করার প্রতিবাদে এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার দাবিতে চুনারুঘাট থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বণিক, আজিজুর রহমান আজিজ দৈনিক প্রাণের বাংলাদেশের হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির মীর মো: সাজন ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক দৈনিক জনতার মতামত এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি, সিএনএ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন,
জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্যরাখেন,
মো: কামরুল ইসলাম সাবেক সভাপতি চুনারুঘাট প্রেসক্লাবে
মোঃ মাসুক মিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংবাদিক।
মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন মোঃ সারোয়ার আলম শামীম সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলার কমিটি
উক্ত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি
মোঃ আবদুল হক রেনু
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক
মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক
মীর মোঃ ফজলুর রহমান, সাংবাদিক এস এম সুলতান,
খাঁন এহছানুল হক, এস এম জিলানী আখনজি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আসাদুজ্জামান তুহিন কে যারা হত্যা করেছে অনতিবিলম্বে তাদের ফাঁসি কার্যকর করা হউক।
এবং আরও যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তদন্ত করে তাদের বের করে গ্রেফতার করে বিচার অধিনে আনা হউক।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ সাজন তার বক্তব্যে বলেন,
আমার ভাই মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে যারা হত্যা করেছে তাদের ও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হউক।
এবং সেটা যেনো দীর্ঘায়িত না হয়।
আর কেটু মিজান, গোলাপি এদের ছত্রছায়ায় কারা রয়েছে তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হউক।
অন্যতায় বৃহত্তর কর্মসূচি পালন করবে জাতীয় সাংবাদিক সংস্থা।
তিনি আরও বলেন,
বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইনগত ব্যবস্থা নেওয়া হউক।
আমরা হলাম জাতির বিবেক, আমাদের কেনো আহত, নিহত,এবং হামলা করে, মামলা দিয়ে হয়রানি করা হবে?
আমরা এর প্রতিকার চাই এবং আমাদের কলম ও ক্যামেরা চালানোর স্বাধীনতা খর্ব করা যাবে না।
অন্যান বক্তারা ও জানান যে, সাংবাদিক তুহিন কে যারা হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই এবং সেটা দ্রুত কার্যকর করা হউক।
তারা আরও বলেন, সাগর রুনি হত্যাকারীদের বিচার হলে আজকে তুহিন হত্যার ঘটনা জন্ম নিতো না।
বক্তারা বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন ভাবে নিউজ কাভার করার আশা ব্যক্ত করে উক্ত মানববন্ধন কর্মসূচি সমাপনী করেন।