1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

ডিমলার এক সময় জনপ্রিয় বিনোদনের স্থান বান্ধবী ও সীমা সিনেমা হলে এখন জ্বলে না কোন কিছু

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলার বান্ধবী ও সীমা হল এক সময় জনপ্রিয় বিনোদনের স্থান ছিল বান্ধবী ও সীমা হলে এখন বাতিও জ্বলে না।

জানা যায়, নীলফামারী জেলায় ২৬টি সিনেমা হল
একে একে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোর জায়গায় মার্কেট এবং অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে। কোনোটিতে জ্বলে না বাতিও, সবেধন নীলমনি একটি সিনেমা হল চালু রয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে সিনেমা হলে প্রদর্শিত ছবির দর্শক টানতে ব্যর্থতা, হলে পরিবেশ নেই সিনেমা দেখার, মোবাইল ফোনের ব্যবহার।

নীলফামারী জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত চিত্তবিনোদনের জন্য প্রতিটি উপজেলায় গড়ে তোলা হয় সিনেমা হল। ১৯৭২ সাল থেকে ১৯৯০ পর্যন্ত মানুষের একমাত্র বিনোদনের স্থান ছিল সিনেমা হল। এছাড়া গ্রাম এলাকায় পালাগান, জারিগান আয়োজনের মাধ্যমেও নিজেদের বিনোদনের ব্যবস্থা করতেন এলাকাবাসী। কিন্তু এখন সিনেমার সেই জৌঁলুস আর নেই। ১৯৯০ সালের পর থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সিনেমা হলের সেই সব চিরচেনা দৃশ্য। এখন তা কেবলই ইতিহাস। স্মৃতির অধ্যায় থেকে সেই জৌলুস যেন চিরতরে হারিয়ে গেছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মানুষ এখন ঘরে বসে ভারতীয় হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, ইরানি, টার্কিশ, ইংরেজি, কোরিয়ান সিনেমা দেখে। এ কারণে বন্ধ হয়ে গেছে নীলফামারীর ২৬টি সিনেমা হল। জেলার সৈয়দপুরে চালু রয়েছে একমাত্র তামান্না সিনেমা হল। তামান্না সিনেমা হলের মালিক মাহাবুব আলম ঝন্টু বলেন, এ সৈয়দপুরে চারটি সিনেমা হলের মধ্যে বন্ধ হয়ে গেছে তিনটি। সেখানে গড়ে তোলা হয়েছে কমিউনিটি সেন্টার, আধুনিক মার্কেট।

তিনি বলেন, ভারতীয় টিভি চ্যানেলগুলোর দিকে ঝুঁকছে মানুষ। তারা আর সিনেমা হলমুখী হচ্ছে না। নীলফামারী জেলার বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো ভেঙে মার্কেট, গোডাউন গড়ে তোলা হয়েছে। ফলে হলের সঙ্গে সংশ্লিষ্ট টেকনিশিয়ান, হল সুপারভাইজার থেকে শুরু করে এ ব্যবসায় জড়িত প্রায় পাঁচ শতাধিক মানুষ এখন অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন। এসব সিনেমা হল ঘিরে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ী ও কর্মচারীরা হারিয়েছেন কর্মসংস্থান।

এদিকে নীলফামারী জেলা শহরের মমতাজ মহল, কিশোরগঞ্জের বাবু টকিজ, জলঢাকার জনতা টকিজ, জনতা সিনেমা হল, ডোমারের কণিকা, ডিমলার বান্ধবী ও সীমা হলে এখন বাতিও জ্বলে না। ডোমারের মায়া সিনেমা হলকে করা হয়েছে মার্কেট আর সৈয়দপুরের লিবার্টি, বিজলী সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয়েছে অন্য ব্যবসাপ্রতিষ্ঠান। জেলা শহরের দিপালী সিনেমা হল ভেঙে করা হয়েছে কমিউনিটি সেন্টার। অবশিষ্ট হলগুলোরও একই অবস্থা।

জেলা শহরের দিপালী সিনেমা হলের মালিক জিল্লুর রহমান বলেন, সিনেমার গুণগত মান না থাকায় দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। এক সময় প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকার ব্যবসা হলেও তা নেমে দাঁড়িয়েছিল পাঁচশ থেকে এক হাজার টাকায়। ক্রমাগত লোকশানের কারণে বন্ধ করতে হয়েছে। সেখানে কমিউনিটি সেন্টার গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ঘরে বসেই দেশি-বিদেশি সিনেমা উপভোগ করা যায়। বাড়তি টাকা গুণে পরিবার-পরিজন নিয়ে বাংলা সিনেমা দেখতে যায় না তেমন কেউ। বাংলা সিনেমাকে টিকিয়ে রাখতে হলে ছবির মান বাড়াতে হবে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা হলগুলো ডিজিটালাইজ ও আধুনিক করা গেলে প্রাণ ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট