জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারা জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১শে আগষ্ট) সকাল ১১ টায় জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এস এস সি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল।
তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা পরিষদ কমিটি সমন্বয় করে স্কুল পরিচালনা করলে খুব দ্রুত স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন করা সম্ভব।
তিনি আরো বলেন, শুধু শিক্ষকদেরই দায়িত্ব না অভিভাবকদেরও দায়িত্ব আছে কারণ আমার সন্তান বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়ার। অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্য বলেন, স্কুলে কোন ছাত্র-ছাত্রী মোবাইল ফোন আনতে দিবেন না। কারণ এই বয়সে তারা যদি মোবাইলে আসক্ত হয়ে যায় তাহলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। ছাত্র-ছাত্রীর উদ্দেশ্য বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে যে ছাত্র-ছাত্রী শিক্ষকদের সম্মান করবে না তারা কোনদিন মানুষ হতে পারবে না। পরে ২০২৫ সাল এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ। আরো বক্তব্য রাখেন, জুনিয়রাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহম্মেদ, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল কবির, কৃষি শিক্ষার শিক্ষক দুর্জয় কুমার কুন্ডু, ভোকেশনাল শিক্ষিকা রওনক জাহান সহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিফুল ইসলাম ।