1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

মেয়র আতিকের পালানো ভিডিওতে থাকার কথা স্বীকার করেছেন টঙ্গীর যুবদল নেতারা

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়েরের পোষ্ট করা ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের পালিয়ে যাওয়ার আগের ভিডিওতে নিজেদের থাকার কথা স্বীকার করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল সহ ভিডিওতে থাকা অন্যরা।

১৮ আগস্ট শায়ের তার ফেসবুকে এই ভিডিও পোস্ট করার পর টঙ্গীতে তোলপাড় পড়ে যায়।

জানা যায়, তার ফেইসবুক আইডি থেকে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও পোস্ট করেন শায়ের। যেখানে তিনি লেখেন এনসিএমটির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এর সংরক্ষিত সিডি ড্রাইভ উদ্ধার করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গত বছরের ১৮ আগষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে যাওয়ার দৃশ্য। যেখানে মেয়র আতিকের সাথে ৫ থেকে ৬ জন ব্যক্তি তাকে সহযোগিতা করছেন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী থানা যুবূলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্স, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল ও গাজীপুরের কোনাবাড়ি এলাকার যুবদল নেতা ফারুক খানকে দেখা যায়। তারা সকলে সাবেক মেয়র আতিকের সাথে তার অফিসের সামনে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। কিন্তু ওই ঘটনার সময় মেয়র আতিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করছিল বলে ভিডিওতে দেখা যায়।

পোস্টের কমেন্টে ও শেয়ারে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ফুটে ওঠে । এখনো অনেকে স্কিন শট পোষ্ট করে ডাউনলোড করা ভিডিও ব্যাপকহারে প্রচার করছেন। এই পোস্টের নানা ধরনের কমেন্টে টঙ্গীর একাধিক যুবদল নেতার নাম চলে আসে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ওই ভিডিওতে তার নিজের থাকার কথা নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ১৮ আগস্ট আমরা কয়েকজন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাংলাদেশ ক্লাব নামে একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন। ওই ক্লাবের সভাপতি মেয়র আতিকুল ইসলাম থাকার কারণে তার স্বাক্ষর আনতে আমরা তার কাছে যাই। স্বাক্ষর নিয়ে আমরা চলে আসার পর তিনি পালিয়েছেন কি না সেটা আমরা জানিনা। কফিল উদ্দিন ছাড়াও তার সাথে টঙ্গীর যুবদল নেতা রফিকুল আজিজ প্রিন্স ও আরেক যুবদল নেতা ফারুক খান ছিলেন বলে জানান নাজমুল হোসেন মন্ডল। কফিল ভাই নতুন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকেই তার সুনাম ক্ষুন্ন করতে পুরনো ভিডিওটি নতুন করে ছাড়াচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্স বলেন, আমরা গিয়েছিলাম বাংলাদেশ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কফিল ভাইয়ের দায়িত্ব নেয়ার বিষয়ে মেয়র আতিকুল ইসলামের স্বাক্ষর আনতে। আমরা চলে আসার তিন ঘন্টা পর সেখানে কি হয়েছে সেটা আমাদের জানার বিষয় নয়।

এ বিষয়ে জানতে কোনাবাড়ি এলাকার যুবদলের সাবেক নেতা ফারুক খানকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন বাংলাদেশ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ক্লাবের একটি চিঠির কপি দিয়ে বলেন, ৫ আগস্টের পর ক্লাব একটি চিঠি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে বলে। সেই চিঠির সত্যতা যাচাইয়ের জন্য আমি মেয়র আতিক সাহেবের অফিসে গিয়েছিলাম। তিনি আছেন জেনেই গিয়েছি ও তাকে পেয়েছি। কাজ শেষে চলে আসছি। তারপর সেখানে কি হয়েছে তা আমার জানার কথা নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট