নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:
গত ১৮ আগস্ট সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে।
অনুষ্ঠানে মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবুল হাসেম এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সভাপতি পদে প্রদীপ চন্দ্র বর্মন এবং কেন্দ্রীয় মহাসচিব পদে ডক্টর আবু বক্কর সিদ্দিক শপথ পাঠ করেন। এ ছাড়া মনি ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব পদে শপথ নেন।
কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক আফফান হোসাইন আজমির, প্রচার সম্পাদক মো: সুমন মিয়াসহ মোট ৪৫ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ চন্দ্র বর্মন শপথ গ্রহণ শেষে বলেন মানবতার কল্যাণে, মানবাধিকার রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। সকলের সহযোগিতা ছাড়া এ মিশন সফল নয়।
কেন্দ্রীয় মহাসচিব ডক্টর আবু বক্কর সিদ্দিক বলেন আমাদের সংগঠন দেশব্যাপী মানবাধিকার সুরক্ষা, আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে।"
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবাধিকার রক্ষায় এই কমিটি দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।