1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি), পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম শ্রীপুরে বিধবা নারীর ৯ মাস ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ গোবিন্দগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক ম*’ত্যু শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ আরো এক তরুণের মরদেহ উদ্ধার চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লেবানুস চেয়ারম্যান ও জীবন সেক্রেটারি শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রাম মহানগরীর সকল মসজিদের ইমামদের সাথে আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ)-এর বিশেষ সাক্ষাৎ রবিবার ধামরাই এসআই-এর তৎপরতায় চুরি হওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, নীলফামারীর গ্রামীণ সড়কে বালুবোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা রাশেদুলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, নীলফামারীর গ্রামীণ সড়কে বালুবোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা রাশেদুলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট