আজিজুর রহমান আজিজ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে রবিবার (২৪ আগষ্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হলো “শিক্ষার মানোন্নয়ন সমন্বয় বিষয়ক অভিভাবক সমাবেশ-২০২৫ ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি ছিল শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো রফিকুল ইসলাম
প্রধান অতিথি তিনি বলেন, “একটি জাতিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। বিদ্যালয়কে হতে হবে জ্ঞানের আলোয় উদ্ভাসিত এক আশ্রয়স্থল। আর সে আলোকে আলোকিত করতে হলে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি, কারণ পরিবারই হলো শিশুদের প্রথম পাঠশালা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কাওছার শুকরানা, তিনি তার বক্তব্য বলেন, “নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠ্যবইয়ের পাশাপাশি চারিত্রিক শিক্ষা এবং বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, এগুলোর মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রকৃত শিক্ষা কেন্দ্র হয়ে উঠতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মানিক স্যার
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীসহ অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের আশায় এই অভিভাবক সমাবেশ সবার মধ্যে নতুন আশা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়