1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত- ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত – বেলকুচি থানা পুলিশ প্রশাসন তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার – বাগেরহাটের সংসদীয় আসন ৪ টি ই থাকবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ- হাইকোর্ট

অর্ডিন্যান্স পাসের ১৫ দিনের মধ্যেই ‘ইকসু’ নির্বাচন: উপাচার্য

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

প্রতিবেদক:
মীর শরিফুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া

প্রতিবেদন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্ডিন্যান্স পাস হওয়ার ১৫ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে প্রশাসন আন্তরিক এবং এ নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই।

রোববার (২৫ আগস্ট) বিকেলে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, “ইকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের দাবি প্রশাসন ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা চলতি সপ্তাহেই শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি খসড়া কমিটি গঠন করব। এ কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষের মতামতের ভিত্তিতে একটি গঠনতন্ত্র তৈরি করবে। পরে সেটি অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। অনুমোদন পেলে আমরা আর দেরি করব না—১৫ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন কোনোভাবেই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চায় না। বরং সকলে মিলে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ইকসু নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ‘মুভমেন্ট ফর ইকসু’র নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, “আমরা চাই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। তবে বিলম্ব বা টালবাহানা হলে আমরা আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় করব।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইবিতে ইকসু নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। সম্প্রতি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তারা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি আদায়ে কাজ করছে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, উপাচার্যের ঘোষণার পর আর কোনো বিলম্ব না করে দ্রুত অর্ডিন্যান্স পাস এবং নির্বাচন আয়োজনের মাধ্যমে ইকসু কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট