1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি), পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম শ্রীপুরে বিধবা নারীর ৯ মাস ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ গোবিন্দগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক ম*’ত্যু শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ আরো এক তরুণের মরদেহ উদ্ধার চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লেবানুস চেয়ারম্যান ও জীবন সেক্রেটারি শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রাম মহানগরীর সকল মসজিদের ইমামদের সাথে আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ)-এর বিশেষ সাক্ষাৎ রবিবার ধামরাই এসআই-এর তৎপরতায় চুরি হওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

উন্নয়নের ছোঁয়া লাগেনি চর দশশিকা গ্রামের স্বাধীনতার ৫০ বছর পার হলেও –

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

স্বাধীনতার ৫০ বছর পার হলেও সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ, উপজেলার চর দশশিকা গ্রামসহ আশেপাশের আরও দশটি গ্রামে, আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসব গ্রামের, উক্ত এলাকার জনগণ নানামুখী ভোগান্তির শিকার হয়ে আসছেন বছরের পর বছর ধরে।

২০১৭ সালে ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও, দীর্ঘ ১০ বছরেও কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

২০১৯ সালে একজন প্রকৌশলী এসে মাটির পরীক্ষা করলেও এরপর প্রকল্পটির কাজ আর এগোয়নি, তখন থেকেই দশ গ্রামের মানুষ আশায় ছিলেন—এইবার বুঝি সেতুটি হবে,কিন্তু স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ঘুষ নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হতে দেননি।

চর দশশিকা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরীসহ আরও চার-পাঁচজন ব্যক্তি এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গিয়েছে ।

সেতু না থাকায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা, বিভিন্ন শিক্ষাঙ্গনে গমনসহ নানা ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।,জরুরি রোগী বহনের মতো কোনো রাস্তা নেই, এম্বুলেন্স প্রবেশ করতে পারে না, স্কুলগামী ছাত্রছাত্রীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারেন না। নৌকা সংকটের কারণে অনেক সময়ই রোগী বা প্রসূতি মায়েদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। এমনকি একবার এক রোগী হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মারা যান বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এছাড়া গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়—বিয়ের জন্য কেউ বর এবং কনে দেখতে এসে গ্রামের বেহাল অবস্থা দেখে বিয়ে ভেঙে যায় এমন অভিযোগ রয়েছে।

ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা বহুবার উপজেলা, জেলা ও বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এমনকি সেতু মন্ত্রণালয় পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সাবেক এমপি ড. হাবিবে মিল্লাত মুন্না কয়েকবার চর দশশিকা গ্রামে গিয়ে সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

এখন এলাকাবাসীর একটাই দাবি—ফুলঝোর নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণ করে এই দশটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। গত বছর গ্রামবাসীরা একটি গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করেন। তাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, কিন্তু তাতেও কোনো ফল আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট