মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধুকুরিয়াবেড়া বাজারে আধুনিক দন্ত চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে “অপি ডেন্টাল কেয়ার” স্থানান্তরিত নতুন চেম্বারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুকুরিয়াবেড়া বাজারের প্রামাণিক সুপার মার্কেটের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রোগী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে স্থানান্তর নতুন চেম্বারের শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অপি ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডেন্টিস্ট মোঃ আব্দুল ওয়াদুদ (বিপ্লব), বি.ডি.এইচ.এস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো স্বাস্থ্যসেবা। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাশ্রয়ী খরচে দন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি চাই বেলকুচি ও আশপাশের মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ মানের দাঁতের চিকিৎসা পৌঁছে দিতে। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এসময় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তোফাজ্জল হোসেন ( ঝন্টু ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ ফেরদৌস হোসাইন সহকারী প্রধান শিক্ষক ,
এছাড়াও ধুকুরিয়াবেড়া বাজারের গণ্যমান্য ব্যক্তি, এলাকার চিকিৎসক, ব্যবসায়ী, মুরুব্বি ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে নতুন চেম্বারের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফরিদুল ইসলাম (কনক) ।
উদ্বোধন উপলক্ষে আগামী এক সপ্তাহ অপি ডেন্টাল কেয়ারে রোগীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, “অপি ডেন্টাল কেয়ার”- স্থানান্তর এর নতুন চেম্বার চালুর মাধ্যমে বেলকুচি ও আশপাশের এলাকার মানুষ আধুনিক, উন্নত ও মানসম্মত দন্ত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।