মো: আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তেঘড়া ফতুপাড়া গ্রামে মদ্যপ এক পিতার অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ বছরের এক প্রতিবন্ধী কিশোর।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহন টুডু (১৫) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী এবং স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম। সে কথা বলতে না পারলেও এবং নিজের কাজে কষ্টে চলাফেরা করলেও নিয়মিত বাবাকে কাজে সহযোগিতা করে। কিন্তু তার বাবা ফিলিমন টুডু (বাটুল) প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে ছেলের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
গত ১০ সেপ্টেম্বর বিকেলে কোনো কারণ ছাড়াই মদ্যপ অবস্থায় ফিলিমন টুডু তার প্রতিবন্ধী ছেলেকে নির্মমভাবে মারপিট করে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত জোহনকে উদ্ধার করে জফুড় মোড় বাজারের পল্লী চিকিৎসক মতিউর রহমানের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান।
স্থানীয়রা জানান, ফিলিমন টুডু প্রায়শই মদ পান করে এসে ছেলেকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন কাজ করিয়ে নেয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বাবার নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না জোহন।
গ্রামবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই অমানবিক নির্যাতন বন্ধ করা প্রয়োজন।