ফরিদপুর প্রতিনিধি :
রাকিবুল ইসলাম তুরান
ফরিদপুর শহরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে আমেরিকান তৈরি একটি দোনালা বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আলিপুর মহল্লায় অভিযান চালিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ (৩৯) আটক হন। তিনি স্থানীয় মোতালেব মিয়ার ছেলে।
যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। সবুজের বাসা থেকে উদ্ধার করা হয় অবৈধ ডাবল ব্যারেল গান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, “মাহফুজুর রহমান সবুজ আমাদের সদস্য সচিব। তার গ্রেপ্তারের খবর শুনেছি, তবে বিস্তারিত জানি না। সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।”
অভিযান শেষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।