এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর সোমবার সকালে কলেজ মিলনায়তনে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক
বক্তব্য রাখেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব
মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির
অন্যতম নেত্রী ইসরাত জাহান পান্না।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল।
নবীন বরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।