মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী সীতানাথ একাডেমি স্কুল এন্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আইসিডি অফিসার ও ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের প্রশাসক, একই সঙ্গে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মোঃ ইমান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি জনাব মোঃ কেরামত আলী তালুকদার। এছাড়াও গভর্নিং বডির সদস্য এমদাদুল হক সরকার, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব কামরুল ইসলাম সরকার, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, কলেজ শাখার শিক্ষক মোঃ হাশেম আলী, শ্রী নারায়ণ চন্দ্র বাবু, রতন সরকার ও আমিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তাঁরা সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভর দক্ষতায় এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
এসময় অত্র এলাকার বয়স্ক মুরুব্বী সহ, সকল স্তরের জনগণ এবং কলেজ ও স্কুল শাখার সকল শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।