ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মাই টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সরোয়ার হোসেন সংবাদ সংগ্রহের সময় হঠাৎ একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার ডান হাতে গুরুতর কোপের আঘাত লাগে। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।