মোঃ রিপন শেখ, ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবেশীদের হামলায় আফসার মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার নওপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আফসার শেখ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকার এদেন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে নিহত আফসার শেখের নাতি সুমন (১৮) এবং প্রতিবেশী নজরুল কাজীর ছেলে আবির কাজী (১৭) বিলে গোসল করতে গেলে এদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিরোধের জের ধরে প্রতিবেশী হাসেম ফকির (৬০), তার ছেলে ইয়াম ফকির (২৩), নজরুল কাজী (৪৬), তার ছেলে আবির কাজী (১৮) এবং জহির কাজী (৪০) দেশীয় অস্ত্র নিয়ে আফসার শেখকে তার আপন ভাইগ্না নজরুল ফকিরের সহায়তায় কৌশলে কাঁচা রাস্তায় ডেকে নেয়। পরে তারা একযোগে হামলা চালায়। এতে আফসার শেখ গুরুতর জখম আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত ভাবে হত্যা।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।