এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া আরো এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইগাতীর তামাগাঁও এলাকার মহারশি নদী থেকে স্থানীয়রা নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে।
ওই তরুণের নাম ইসমাইল হোসেন (১৭)। সে স্থানীয় তামাগাঁও এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ মিয়ার ছেলে।
মহারশি নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইসমাইল ঢলের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছিল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।