মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড কদমতলী গ্রামে ঈদগাহ ময়দানে বিএনপির নির্বাচন সেন্টার কমিটি ও নবায়ন ফরম বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ) বিকালে এ - অনুষ্ঠানটি অনুষ্ঠিত
হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আতাউর রহমান, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বণি আমিন সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি। বক্তব্যে তিনি বলেন- আগামী নির্বাচন সামনে রেখে সবাই কে ঐক্যবদ্ধ হতে হবে,মিলেমিশে ভোটারদের কাছে ভোট চাইতে হবে এবং কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ ও বিশৃঙ্খলা করা যাবে না, বণি আমিন এ সময় আরও বলেন , বিএনপির কোন নেতা কর্মী অন্যায় করলে তা মেনে নেয়া হবে না, দলের কোন কর্মী কোন অন্যায় অনিয়মের সাথে জড়িত এ ধরনের অভিযোগ পেলে তাহার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিক তাহার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাইফুল ইসলাম মেম্বার, সাবেক সভাপতি রাজাপুর ইউনিয়ন বিএনপি, তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন - বিএনপির কোন কর্মী অন্যায় অনিয়ম দুর্নীতি এবং কোন ধরনের চাঁদাবাজি করবেন না ,এই দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে ,তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তাহার বিরুদ্ধে দলীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি আরো বলেন ,সবাই সবার জায়গা থেকে দলের জন্য কাজ করেন ভোট চান, ধানের শীষ মার্কার প্রচারনা করেন এবং কেউ যদি কোন অপরাধ করে তাহলে ঊর্ধ্বতন নেতাকর্মীদেরকে অভিযোগ জানান। কোন অন্যায়কারীকে ছার দেয়া হবে না।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়াদুদ সরকার তুহিন, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম জাহাঙ্গীর আলম ,সাবেক যুগ্ন আহবায়ক বেলকুচি উপজেলা যুবদল,ও মোঃ হাসান আলী প্রাং, সিনিয়র সহ-সভাপতি রাজাপুর ইউনিয়ন যুবদল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের প্রবীণ মুরুব্বি আঃ রাজ্জাক খন্দকার, আল আমিন খন্দকার, বেলাল মাষ্টার, শহিদ মন্ডল,আঃ মালেক ফকির, মজিদ ফকির, রেজাউল করিম,রকিন হোসেন এবং অত্র অঞ্চলের সকল স্তরের জনগণ সহ- সাংবাদিক বৃন্দ ও সকল অঙ্গসংগঠনের নেতা নেত্রীবৃন্দ।