
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট
গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার নামে চলছে জুয়া, গান-বাজনা, অশ্লীল নৃত্য বেহায়াপনা এমন অভিযোগ তুলে এইগুলো বন্ধের দাবিতে ,তোহিদী জনতা এবং হাফেজ রফিকুল ইসলাম , মাওলানা জহুরুল ইসলাম , মাওলানা মোহাম্মদ আলী স্বাক্ষরিত ও গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ যে ২রা সেপ্টেম্বর ২০২৫, পৌরসভার চালা আদালত পাড়া মাঠ চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলা চলছে।
(২৩ রা সেপ্টেম্বর ২০২৫ ) উপজেলা প্রশাসকের কার্যালয় ও বেলকুচি থানায় উপস্থিত হয়ে, তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ , বাংলাদেশ খেলাফতে মজলিস ,বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, উলামা ফাউন্ডেশন (তাওফা) আল-ইকরাম এই সমস্ত ইসলামী সংগঠন গণ স্বাক্ষরীত স্মারকলিপি স হস্তে প্রদান করেন ।
স্মারকলিপি সূত্রে জানা যায়, ২রা সেপ্টেম্বর ২০২৫ , পৌরসভার চালা আদালত পাড়া মাঠ চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলা জেলা প্রশাসক অনুমোদনে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এবং মেলার কার্য কার্যক্রম চলছে । মাশব্যাপী সেই আনন্দমেলায় চলছে জুয়া, গান বাজনা অশ্লীলতা ও বেহায়াপনা, উক্ত মাঠের সাথেই একটি মাকার্স মসজিদ,আবাসিক হাফিজিয়া মাদ্রাসা,৩ টি বালিকা উচ্চ বিদ্যালয়, ২ টি কলেজ, মেলার অশ্লীল গান বাজনা,অশ্লীল নৃত্য পরিবেশন এর কারনে মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের বীড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এ সময় তাহারা লিখিত আকারে বক্তব্য পেশ করেন- আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে জানাচ্ছি যে , সম্প্রীতি বেলকুচি এলাকায় আনন্দ মেলা নামে একটি আয়োজন চলছে, দুঃখজনকভাবে উক্ত মেলাকে কেন্দ্র করে নাচ গান বাদ্যযন্ত্র এবং নানা অশ্লীল কর্মসূচি প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এতে আমাদের তরুণ সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং ধর্মীয় ও সমাজের মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
এ ধরনের অশ্লীলতা ও অশান্তি ইসলামী শরীয়তের দৃষ্টিতে গুরুতর গুনাহ, আবার আইনগতভাবেও শালীনতা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে আল্লাহ তা’আলা এরশাদ করেন ,তোমরা প্রকাশ্যে হোক বা গোপনে অশ্লীলতার কাছে যেও না (সুরা আনআম-১৫১)
সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষার স্বার্থে আমরা এলাকাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা অতীব জরুরী ।
তাওহিদী জনতার লিখিত দাবী সমূহ – বেলকুচির চলমান আনন্দ মেলায় নাচ-গান ও অশ্লীল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা ।
ভবিষ্যতে এ ধরনের মেলা বা উৎসবের নামে অশ্লীলতা ও ধর্মবিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার করা।
হালাল শিক্ষামূলক ও কল্যাণকর বিনোদনের উদ্যোগে প্রশাসনিক সহযোগিতা প্রদান করা ।
অতএব আমরা বিশ্বাস করি , আপনার সক্রিয় পদক্ষেপের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সমাজ অশান্তি ও গুনাহ থেকে রক্ষা পাবে ।
আনন্দ মেলায় জুয়া, গান-বাজনা ,অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবিতে তোহিদী জনতা স্মারকলিপি প্রদানের এ বিষয় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, আনন্দ মেলার নামে ইসলামী পরিপন্থী কোনো কাজ করার সুযোগ নেই, আনন্দ মেলায় জুয়া ,অশ্লীল নৃত্য গান বাজনাসহ যে কোন অশ্লীলতা এগুলো মেনে নেওয়া হবে না ,প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।