মোঃ রিদুয়ান চৌধুরী
চট্টগ্রামের দক্ষিণ জেলায় বর্তমানে ব্যাপকভাবে আতংকের নাম ব্যাংকের চাকুরীচ্যুত বিষয়টা
এটা সামাজিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ছে।
গণহারে বা নির্বিচারে বিনা নোটিশে চাকুরীচ্যুত করা হচ্ছে হাজার হাজার উচ্চ শিক্ষিত তরুন তরুনীদের, একটি রাজনৈতিক চক্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে।
একটি রাজনৈতিক মেরুকরণের ঘুরপাক খাচ্ছিলো স্কুল,কলেজ,বিশ্ব বিদ্যালয়, সরকারী চাকুরিজীবিদের ক্ষেক্ষেই একক আধিপত্য সর্বক্ষেত্রে প্রতিষ্টা করার সুগভীর চক্রান্ত।
দক্ষিন চট্টগ্রামে ইসলামি ব্যাংকে কর্মরত প্রত্যেকের বেতন থেকে একটা অংশ জামাতীরা চাঁদা নামের টাকা কেটে রাখা ইতিহাস নতুন প্রজম্মের জন্য শিক্ষাণীয় অধ্যায়। একটি রাজনৈতিক দলের ইশারায় স্বঘোষিত চাঁদাবাজি আওতায় প্রতীয়মান।
কিন্তু অতীতের ন্যায়েও বর্তমান সরকারও নির্বিকার।
এসব ঘটনা নিন্দানীয় ও প্রতিবাদ জানান ভাষা খুঁজে পারচ্ছি না।
বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এস, আলম গ্রুপও একটি চক্র লুটপাট করে নিঃস্ব করেছে ইসলামি ব্যাংক,একেই কায়দা বর্তমানে ইসলামি দলের নামে সরকারি ছত্রছায়ায় লুটপাট এর স্বর্গরাজ্য হিসেবে প্রতিষ্টিত করেছে ইসলামি ব্যাংক।
অথচ বিগত সরকারের আমলে এস আলম এর লুটপাট এর সহযোগী উর্ধতন কর্মকর্তারা বহাল তবিয়তে এখনো ব্যাংক পরিচালনায় যুক্ত আছেন, কেননা লুটপাট এর সুত্র তাদের নখদর্পনে তাই জামাই আদরে তাদের এস আলমের সহযোগী হিসেবে আইনের আওতায় না এনে বহাল তবিয়তে রেখে পুরনো কায়দায় লুটপাট এর পায়তারা।।
গতকাল ইসলামি ব্যাংক থেকে সদ্য কর্মচ্যুত একঝাঁক উচ্চশিক্ষিত তরুনের সাক্ষাৎ কালে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন যে ভয়াবহ বিপর্যয়ের কথা উঠে এসেছে তাহা সত্যিই ভয়ংকর, যারফলে সৃষ্টি হবে এক ভয়াবহ সামাজিক ও মানবিক বিপর্যয়।
পুরো চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলায় এক ভয়াবহ অস্হিরতা সৃষ্টি হয়েছে যেকোনো মুহুর্তে মারাত্মক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সম্ভাবনা।।
সুত্রমতে চাকুরীচ্যুতরা মহামান্য হাইকোর্ট বিভাগে রীট করেছেন মামলা পেন্ডিং আছে তার প্রতি কোনধরনের কর্নপাত না করে দিব্যি তাদের বহিষ্কার করা হচ্ছে তাদের ব্যাংক হিসাব ব্লক রাখা হয়েছে যাহা অত্যন্ত অমানবিক ও অন্যায় এবং শুধুমাত্র চট্টগ্রাম এর সন্তানদের চাকুরচ্যুত করে বৈষম্য প্রতিষ্ঠিত করা হচ্ছে।।
কথা পরিষ্কার এস আলম মাফিয়া গ্রুপের যথাযথ বিচার করেন তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করেন।।
কিন্তু যে সকল কর্মী বিগত ৮/১০ বছর ধরে ইসলামি ব্যাংক শক্তিশালী করনে জীবন বাজি রেখে ভূমিকা রেখেছেন করোনাকালীন সময়েও ডিপোজিট বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছেন তাদের উপর কেন এই চরম অন্যায়?
পক্ষান্তরে যারা এই লুটপাট এর সহযোগী তারা বহাল তবিয়তে আছেন।।
আমি সর্বত বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে যথাযথ ব্যবস্হা গ্রহনের জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানাচ্ছি,,
এবং চাকুরী বরখাস্ত হওয়াদের পূনর্বহাল
চাকুরীচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্হা গ্রহন
এবং বায়তুল মাল নামের চাঁদাবাজী বন্ধের আহবান।
অন্যথায় চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম এর ৩০ হাজারের অধিক শিক্ষিত প্রশিক্ষিত তরুণদের উপর যে অমানবিক অবিচার শুরু হয়েছে তার প্রতিবাদে এবং সামাজিক ও মানবিক বিপর্যয়রোধে অত্র অঞ্চলের সন্তানদের স্বার্থ রক্ষায় অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ব্যবস্হা গড়ে তুলতে আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।।
এবং চাকুরী বরখাস্ত, চাকুরী চ্যুতির ঝুঁকিতে থাকা হাজার হাজার তরুণ ও তাদের পরিবার এর প্রতি সহানুভূতি ও সহমর্মিতা “পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর পক্ষ থেকে জানাচ্ছি।
পটিয়া সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে অধিকার রক্ষা, আদায় ও প্রতিষ্টায় পাশে আছি থাকব ইনশাআল্লাহ।।
সকলেই প্রতি শুভ কামনা রইলো।
বার্তা প্রেরকঃ
মোহাম্মদ আজম খাঁন
সভাপতি
জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি, চট্টগ্রাম জেলা কমিটি।
সিনিয়র নির্বাহী সদস্য
পটিয়া সচেতন নাগরিক ফোরাম, পটিয়া।