মাহফুজুর রহমান মোর্শেদ।
প্রতিবেদক আলীকদম বান্দরবান।
সদর দপ্তর বান্দরবান রিজিয়নের অধীনে আলীকদম জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আলীকদম ও লামা উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সার্বিক সহায়তা প্রদান করে আসছে। আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সোমবার জোন কমান্ডার মহোদয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জীনামেজু অনাথ আশ্রম বৌদ্ধবিহার পরিদর্শন করে সমস্ত ধর্মাবলম্বীদের প্রবরণা পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব কঠিন চীবর দান ও প্রবারণা পূর্ণিমা। জোন কমান্ডার বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকলকে আত্মশুদ্ধি অর্জন ও অশুভকে বর্জনের মাধ্যমে সত্য-সুন্দর ও অহিংস সমাজ গঠনের আহবান জানান। তিনি সকল ধর্মোৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের আশ্বাস প্রদান করেন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী, ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহবান জানান। আলীকদম জোন সর্বদা এলাকার স্থানীয় জনগণের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।