এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইগাতী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিনের নেতৃত্বে এসআই হাশেমসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টার দিকে চালানো অভিযানে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৯৭২ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।