মাহফুজুর রহমান মোর্শেদ
প্রতিবেদক আলীকদম বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন (টিসিভি) ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ, আলীকদম।
সভায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এ সময় উপজেলার চারটি ইউনিয়নে টিকা ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন কার্যক্রম, বাস্তবায়ন পরিকল্পনা ও মাঠ পর্যায়ের প্রস্তুতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, এবং আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমদ।
সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, টিসিভি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে শিশু ও সাধারণ জনগণ টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে।
উল্লেখ্য, আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইনের মাধ্যমে আলীকদম উপজেলার সব ইউনিয়নে নির্ধারিত বয়সসীমার শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।