শান্ত রহমান সুজাত
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির গোপন অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে উপজেলার রাজনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সবুজ মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ চার-পাঁচজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার পথরোধ করে গোপন অঙ্গ কেটে ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ভিকটিম সবুজ মিয়া জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন আমার রাস্তা আটকে আক্রমণ করে। তারা আমার গোপন অঙ্গ কেটে দেয়।
এ ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন নৃশংস হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি।