এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও আজ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুর-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ও সমাবেশের আয়োজন করা হয়। ৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি মানবিক অঙ্গীকার। তারা আরও উল্লেখ করেন, প্রতিটি কন্যাশিশু যেন সাহস, শিক্ষা ও সুরক্ষার আলোয় বেড়ে উঠতে পারে, সে পরিবেশ সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন যে, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক ভূমিকা পালন করবেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর-এর উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।