মাহফুজুর রহমান মোর্শেদ
প্রতিবেক আলীকদম বান্দরবান
বান্দরবান পরবর্তী জেলার আলীকদম উপজেলায় ১১অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ০৬:০০ ঘটিকা হতে বিকাল ০৫;০০ ঘটিকা পর্যন্ত, আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আতমলী এলাকায় ত্রিশরণ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আতমলী ত্রিশরণ বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪র্থ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ঃ উপলক্ষে সকালে বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও ধর্মীয় আলোচনা এবং বিকালে বিহার উৎসর্গ, কঠিন চীবর উৎসর্গ, পবিত্র ত্রিপিটক উৎসর্গ, কল্পতরু দান, ফানুস উৎসর্গ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভদন্ত পঞ্চানন্দ মহাথের ‘অধ্যক্ষ, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার ও সভাপতি, পার্বত্য ভিক্ষু পরিষদ, বান্দরবান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত আগ্নাশ্রী মহাথের ‘অধ্যক্ষ, পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহার, সভাপতি, ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন, বাংলাদেশ ও পরিচালক অনুরুদ্ধ বৌদ্ধ শিশু সদন, ভদন্ত উ: উইচারা মহাথের “অধ্যক্ষ, মংপাইখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার ও সভাপতি, আলীকদম ভিক্ষু পরিষদ, ভদন্ত সাইন্দা শ্রী ভিক্ষু “অধ্যক্ষ, তাইমংছড়া পাড়া বৌদ্ধ বিহার, ভদন্ত বুদ্ধ জ্যোতি ভিক্ষু আবাসিক প্রধান ত্রিরত্ন বৌদ্ধ বিহার, রাঙ্গামাটি। এছাড়াও আরও অন্যান্য পুজনীয় ভিক্ষুগণ সহ বৌদ্ধ সম্প্রদায়ের ৩০০ ওদিক লোক জন উপস্থিত ছিল।