এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৮৭ পুড়িয়া হেরোইন সহ আলোচিত মাদক ব্যবসায়ী আকবরের স্ত্রী জোসনা বেগম (৪৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । অপরদিকে পৃথক অভিযানে একই এলাকায় গাড়ি তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি মালিক বিহীন ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে শ্রীবরদী সেনা ক্যাম্পের
কর্মকর্তা ক্যাপ্টেন অহিদ আল আকরামের নেতৃত্বে শ্রীবরদী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও শ্রীবরদী থানার এসআই মো শাহজানের নেতৃত্বে থানা পুলিশ পৌর এলাকার খামারিয়া পাড়া গ্রামে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন।
এসময় শ্রীবরদীর আলোচিত মাদক সম্রাট আকবর আলীর স্ত্রী জোসনা বেগমে আটক করা হয়।
পরবর্তীতে নারী পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি চালিয়ে ৮৭ পুড়িয়া হেরোইন আটক করে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে খামারিয়াপাড়া দহেড়পাড় সড়কে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চালিয়ে
১ টি পিকআপ ভ্যানে থাকা মালিক বিহীন ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পিকআপের চালক ও তার সহযোগীরা।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক ( এসআই)
মো: শাহজাহান ফেনসিডিল ও হেরোইন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ মিলে শুক্রবার রাতে আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। একটি পিকআপ সহ মালিক বিহীন ১৮১ বোতল ফেনসিডিল ও ৮৭ পুড়িয়া হেরোইন সহ মাদকসম্রাজ্ঞী জোসনা বেগমকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হবে।