মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ১৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকা,হইতে,অদ্যবদি সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে সম্মানিত শিক্ষক এর উপর নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে-আলীকদম উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন: ১। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়, ২। আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ৩। আলীকদম চৈক্ষ্যং মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ লাগাতার কর্মবিরতি পালন করিতেছেন।
এই সময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রতিষ্ঠানের হাজির থাকলেও ক্লাসের কার্যক্রম বন্ধ রয়েছে, তবে যথারীতি শিক্ষার্থীরা স্কুলে এসেছে মর্মে দেখা যাচ্ছে।
এ সংক্রান্তে আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার জনাব মাওলানা আজহার উদ্দিন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ এবং চৈক্ষ্যং মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিনগণ বলেন তাদের দাবীগুলো না মানলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী লাগাতার কর্মবিরতি পালন করা হবে।