মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা পোয়া মুহুরী সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে’র ঘটনা ঘটে, এতে একজন মায়ানমার নাগরিক নিহত হয়,এবং একজন বাংলাদেশী নাগরিক আহত হয়, আজ মঙ্গলবার ১৪ অক্টোবর”আনুমানিক সকাল সাড়ে নয় ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার রামু ব্যাটালিয়ন “৩০ বিজিবি” সূত্রে জানা যায়, আজ সকালে রামু ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার–৫৪-৫৫,মধ্যবর্তী স্থান হতে পশ্চিম দিকে মায়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। অত্র এলাকায়-পাহাড়ের অরণ্যে জুমে চাষ কৃত ধান’সহ অন্যান্য ফসলাদি দেখতে ও ধান আনতে তারা তাদের জুম ক্ষেত দেখতে যাচ্ছিলেন।
জুম ক্ষেতে যাওয়ার পথে পাহাড়ে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মায়ানমার নাগরিকের মৃত্যু হয় ও অন্যজন বাংলাদেশী নাগরিক আহত হয়।
মৃত ব্যক্তি হচ্ছেন মেনথ্যাং ৪০, পিতাঃ তাংলাই, নতুন পাড়ায়স্থ , মায়ানমারের বাসিন্দা । আহত ব্যক্তি হচ্ছেন ম্যাংসার মোরং (৩০), পিতাঃ শাংওয়ান, আলীকদম উপজেলার আওতাধীন ৪ নং কুরুকপাতা, ইউনিয়নের-গর্জন পাড়ার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, নিহত মায়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। আহত বাংলাদেশী নাগরিক নিজেই তার নিজ এলাকা গর্জনপাড়া চলে আসে।
৪ নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ পাড়ায় চিকিৎসা নিচ্ছেন। এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে আনা হয়নি। উক্ত মাইন বিস্ফোরণের ঘটনায়, নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে তিনি,জানান।