স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঠিকাদারের নিযুক্ত পাহাড়াদারকে মারপিটের পর বেঁধে রেখে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ভবন নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন (ভবন) এলাকা থেকে ৭০ বাণ্ডিল রড, মোটর, ঢালাই, ভাইভেরেশন ও রড কাটার মেশিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োজিত পাহাড়াদারকে মারপিটে আহতসহ প্রাণনাশের হুমকি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিনারুল ইসলাম নির্মাণাধীন ভবন এলাকার ফজলুর রহমান, ওয়ারেছ ও রাহান ওরফে টগরসহ অজ্ঞাত দুর্বৃত্তদের অভিযুক্ত করে থানায় লিখিত এজাহার দিয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত চার তলা ভবনের নির্মাণকাজ চলমান। নির্মাণ কাজের শুরুতে অভিযুক্ত ব্যক্তিরা বাধা-বিঘ্ন সৃষ্টিসহ নানাবিধ ক্ষয়-ক্ষতিতে লিপ্ত। এরপরেও সরকারি নির্দেশনা মোতাবেক নির্মাণকাজ চলমানকালে ঘটনার রাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণ এলাকায় প্রবেশ করে। তারা রাতের পাহাড়াদার ফুল মিয়াকে বেধরক মারপিট করাসহ প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ছিল পানির মটর, ঢালাই; ভাইভেরেশন ও রড কাটার মেশিন, ১০ মি.লি’র ৪০; ১৬ মি.লি’র ২২ এবং ২০ মি.লি’র ৮ বাণ্ডিল রড, পানির পাইপসহ যাবতীয় যন্ত্র-মালামাল। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। চুরি শেষে খবর পেয়ে অভিযোগকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পাহাড়াদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।