1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মফস্বলের সাংবাদিকতা: বৈষম্য, বঞ্চনা ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাহেরপুর গণ সমাবেশ এবং লিফলেট বিতরণ করেন আলহাজ্ব আনিসুল হক সাহেব । শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃ’ত্যু, হাসপাতালে তালা সীমান্তের শূন্যরেখা হুমকিতে অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের। দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্রান্তিকালে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মামলা দায়ের করা নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান’’- জিএম কাদের ১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন বিশিষ্ট সাংবাদিক নেতা কলামিস্ট সালাউদ্দিন রাজ্জাক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত মেহনতী মানুষের ভাগ্যর পরিবর্তনের জন্য পুরোনো রাজনীতির কবর রচনা করতে হবে,, সোহরাওয়ার্দী বেলকুচির ৩নং ভাঙ্গাবাড়ীতে শ্রমিক দলের আলোচনা সভায় জনতার ঢল – গোবিন্দগঞ্জে পাহাড়াদারকে বেঁধে রেখে ভবন নির্মাণসামগ্রী চুরি

সীমান্তের শূন্যরেখা হুমকিতে অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র)

সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শনিবার (১৮ অক্টোবর) বিজিবি’র মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

লে.কর্নেল মেহেদী হাসান বলেন,সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করে আসছে। এসব অনিয়ম ঠেকাতে বিজিবি’র নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে বিজিবি ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে।

তিনি জানান,সীমান্ত এলাকায় বিজিবির মূল দায়িত্ব চোরাচালান প্রতিরোধ হলেও স্থানীয় জনগণের দাবি ও প্রশাসনের নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন বন্ধেও বিজিবি বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত অঞ্চলে বিজিবির টহল দল একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

লে.কর্নেল মেহেদী হাসান আরও জানান,অবৈধ বালু উত্তোলনের কারণে সীমান্ত এলাকার নদী ও কৃষিজমির ক্ষতি হচ্ছে,যা স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে ভূমিক্ষয় ও বন্যা ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিজিবি ২৭.৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। এছাড়া চলমান অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালানপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

লে.কর্নেল মেহেদী হাসান বলেন,আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং জনগণের সম্পদ রক্ষা করা। আমরা চাই,স্থানীয় জনগণ ও সাংবাদিক এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা করুক সঠিক তথ্য দিয়ে ।

তিনি আরও জানান,স্থানীয় প্রশাসন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে করণীয় ঠিক করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট