মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়,
২০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায়, আলীকদম উপজেলায় আলীকদম বাজারের ২নং গলি হতে বাজারে আগত জনসাধারণ কর্তৃক পকেটমার সন্দেহে বাঙালি সম্প্রদায়ের ০২ জন ব্যক্তিকে আটক করা হয়। জনসাধারণ সুত্রে জানা যে আটককৃত ২ জন অদ্য আলীকদম বাজারের সাপ্তাহিক বাজার বার হওয়ার সুবাদে বাজারের বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে জনসাধারণের পকেটে হতে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আরো জানা যায় যে, উক্ত আটককৃত ২ জন আলীকদম বাজার এলাকা হতে মোঃ আঃ হাকিম নামে একজন ব্যাক্তির পকেটে হাত দিয়ে ONE PLUS-11R মডেলের একটি স্মার্টফোন তুলে নেওয়ার চেষ্টা করেন। এছাড়াও সাধন চাকমা নামের একজনের পকেটে হাত দিয়ে ৩৫০০/= টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী সুত্রে -জানা যায়।
পকেটমার সন্দেহে আটককৃতরা
হচ্ছেন :-পাহাড়তলী পাড়া, কক্সবাজার সদর, কক্সবাজার'বাসিন্দা,আব্দু ছালাম এর ছেলে-জামাল হোসেন। পাহাড়তলী পাড়া, কক্সবাজার সদর, কক্সবাজারের বাসিন্দা, মৃত কলিম উল্লার ছেলে -আব্দুল আমিন।
জিজ্ঞাসাবাদ সূত্রে -আটককৃতরা জানাই,পারিবারিক অসচ্ছলতার কারণে বর্ণিত ব্যাক্তি ২ জন উক্ত পেশার সাথে জড়িত হয়েছে মর্মে জানাই।এছাড়াও উৎসুক জনসাধারণ কর্তৃক আটককৃত ২ জনকে স্বীকারোক্তি আদায়ের জন্য হালকা উত্তম মাধ্যম দিয়েছে মর্মে জানা যায়। আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে- আইনগত কার্যক্রম পক্রিয়াধীন।