
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার আওতাধীন ৩ নং নয়াপাড়া ইউপি,চেয়ারম্যান কফিল উদ্দিন এর সভাপতিত্বে – অত্র,ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্গম পাহাড়ি অত্র ইউনিয়ন পরিষদের আওতাধীন ৮নং ওয়ার্ড ৯নং ওয়ার্ডের পাড়া কারবাড়ি এবং অত্র পাড়া বাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন –
অত্র ইউনিয়ন পরিষদের সচিব জনাব,লিটন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন-৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের, ইউপি সদস্য, জনাব জাহাঙ্গীর আলম।
৩নংনয়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের -৪-৫ -৬নং ওয়ার্ডের, মহিলা সদস্য,
জনাবা,কহিনুর আক্তার সহ,, ৮নং ওয়ার্ড ৯নং ওয়ার্ডের পাড়া কারবাড়ি এবং অত্র পাড়া বাসী সহ.দুই শতাধিক
লোকের উপস্থিতি ছিল।
এতে বক্তারা বলেন –
অত্র উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন দুর্গম পাহাড়ি জনপদে অবস্থিত ম্রোরু সম্প্রদায়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এর পাশাপাশি, অত্র ইউনিয়ন পরিষদের সেবা সমূহ
-ভোটার আইডি কার্ড মৃত্যু সনদ – জন্ম সনদ এবং গ্রামীণ উন্নয়নমূলক অবকাঠামো সম্পর্কিত আলোচনা করেন।