
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলায়,মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে অনুষ্টিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
দিবসটি উপলক্ষে -২২ অক্টোবর২০২৫ খ্রিস্টাব্দ, রোজ বুধবার – সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ “বিআরটিএ” বান্দরবান সার্কেল এর আয়োজনে এবং জেলা প্রশাসন বান্দরবান এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একইস্থানে গিয়ে সমবেত হয়।
শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলতে আহবান জানান এবং সবাইকে সড়কে চলাচল করার সময় আরো সর্তক হওয়ার আহবান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ “বিআরটিএ বান্দরবান সার্কেল এর মোটরযান পরিদর্শক অরুণ সরকার, মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ “বিআরটিএ” এর ট্রাস্টি বোর্ড এর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়।