এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শেরপুরে আছ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫
র্যালি, আলোচনা সভা, হেলমেট বিতরণ অনুষ্ঠান
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত হেলমেট ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
আজকের হেলমেট বিতরণ কর্মসূচির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় শেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে চেক বিতরণ করা হয়।