
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানের আলীকদম উপজেলায় কোনো প্রকার নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই শতাধিক টমটম “ব্যাটারিচালিত যানবাহন” জব্দ করা হয়েছে।
২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ-রোজ, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে একের পর এক টমটম গাড়ি থানায় নিয়ে আসা হয়। এতে চালকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা “ইউএনও” মনজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি উক্ত বিষয়ে অবগত নই।”
অন্যদিকে আলীকদম থানার অফিসার ইনচার্জ ‘ওসি’ মির্জা জহির উদ্দিন বলেন, “গাড়িগুলোর ফিটনেস যাচাই ও চালকদের ব্রিফিং করার জন্যই থানায় আনা হয়েছে।”
এ বিষয়ে টমটম সমিতির সভাপতি বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে কিছু জানতাম না। পরে শুনেছি, গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।”
হঠাৎ করে টমটম জব্দের ঘটনায় চালকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানায়, কোনো কারণ না জানিয়ে গাড়ি থানায় নেওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
চালকরা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও গাড়িগুলো ফেরতের দাবি জানিয়েছেন।