মাহফুজুর রহমান মোর্শেদ আলীকদম-বান্দরবান-প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
২৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ - মধ্য রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব মির্জা জহির উদ্দিন এর,নেতৃত্বে অভিযান চালিয়ে আলীকদম উপজেলাধীন ০১ নং সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের পূর্ব পালং পাড়ার "আমির হোসেন সদ্দার পাড়া" জনৈক কুদ্দুস আহমেদ (৭০) এর মালিকানাধীন পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোহম্মদ ইলিয়াস সিকদার "০১ নং সদর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক" কে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত ০১টি এস্কেভেটর জব্দ করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আলীকদম থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে পাহাড় কাটা বিরোধী অভিযান পরিচালনা করে আলীকদম ১নং সদর ইউনিয়ন যুবদলের সাংঘটনিক সম্পাদক মোঃ ইলিয়াস সিকদারকে একটি এস্কেভেটরসহ পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করেন। আটককৃত ব্যক্তিকে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে লোকজন এসে আইনগত কার্যক্রম সম্পূর্ণ করেন। উক্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত আনুমানিক-১২ :০০ ঘটিকার সময় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম মহোদয় কর্তৃক ৫০,০০০/=টাকা জরিমানা করা হয়।
পরবর্তী সময়ে -উক্ত ঘটনার আলোকে জনাব মোঃ নুর উদ্দিন "পরিদর্শক পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা" বাদী হয়ে আটককৃত আসামী ১। মো: ইলিয়াছ (৩১), পিতা: আলী হোসেন, সাং পূর্ব পালং পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং সদর ইউপি, থানা: আলীকদম, জেলা: বান্দরবান, পলাতক আসামী ২। মোঃ মিজান (২৪), পিতা: মৃত বেলাল আহমেদ, সাং মরিচ্চা, ০৫ নং ওয়ার্ড, ০৪নং মরিচ্চা ইউনিয়ন, থানা: উখিয়া, জেলা: কক্সবাজারসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করলে আলীকদম থানার মামলা নং ০৬, আজ-২৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ ধারা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ "সংশোধিত ২০১০' এর ১৫/১ টেবিলের ৫/১২ রুজু করেন।