স্টাফ রিপোর্টার রবি মিয়া, সুনামগঞ্জ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৭৩জন পরীক্ষার্থীর মধ্যে ২০জন পরীক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় ফলাফলে শতভাগ পাসের হার নিশ্চিত করতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ জাহান কবীর এই পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সবকটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালযের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মানোন্নয়ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র্পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ৭৩জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু মেধা যাচাই পরীক্ষায় অংশ নিয়েছে ৫৩জন। সচেতন নাগরিকরা অভিযোগ করে বলেন, যেখানে বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণির ৭৩ জন শিক্ষার্থী রয়েছে, সেখানে মাত্র ৫৩ জন পরীক্ষায় অংশ নিলো,বাকি ২০ জনকে কেন বাদ দেওয়া হলো, তা স্পষ্ট নয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক উভয়েরই দায়িত্ব ছিল বিষয়টি তদারকি করা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির বলেন,আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম, যারা নিয়মিত ক্লাসে অনুপস্থিত ছিল বা দেরিতে ফরম ফিলআপ করতে এসেছে, তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। যারা ইচ্ছুক এবং নিয়মিত ছিল, শুধু তাদেরই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র কান্তি দে জানান, প্রধান শিক্ষক যে তালিকা দিয়েছেন, আমি সেটিই গ্রহণ করেছি। মোট ৫৩ জন পরীক্ষার্থীর তালিকা আমার কাছে রয়েছে। বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, সে তথ্য আমার জানা নেই।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, পুরো বিষয়টি তদন্ত করে অনুপস্থিত শিক্ষার্থীদের বঞ্চনার কারণ খুঁজে বের করা উচিত।