
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হকের নির্দেশে ৩১ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাড়া মোহল্লা ও গ্রামে ধানের শীষে জনমত গড়ে তোলার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত মিয়া, জুলফিকার আলী ভুট্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা মূলদলের সদস্য স্বপন মিয়া, কৃষক দলের সদস্য সচিব ফারুক মিয়া, সেলবরষ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান সাকিব, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম রতন, উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিন দোজা, ছাত্রদলের হাবিবুল্লাহ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক সাইকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জুবায়ের ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।