রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়নে লিফলেট বিতরণ ও ওয়ার্ড ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে সেলবরষ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক জি.এম. মমতাজুল কাজল।
মোহাম্মদ আলী তিনি বলেন,
বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই অধিকার পুনরুদ্ধারে আন্দোলন করছি। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাহের উদ্দিন সোনামিয়া, শামসুল হকসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা দেন।
বক্তারা বলেন,
বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণের অধিকার ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং গণআন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই কর্মসূচি অব্যাহত থাকবে।