
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় রোজ,শনিবার -১ নভেম্বর ২০২৫ঃ খ্রিষ্টাব্দ, দুপুর আড়াই ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব,মনজুর আলম। অবৈধভাবে পরিচালিত ০৩টি,ইট ভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায়,০২ লক্ষ টাকা,জরিমানা আদায় ও ২.১০০ ঘনফুট মজুদ’কৃত জ্বালানি কাঠ জব্দ করা হয়।
উক্ত অভিযানে-UBM -ইটভাটায়, ০১লক্ষ টাকা জরিমান করা হয় এছাড়া ২.১২০ ঘনফুট মজুদ কৃত জ্বালানি কাঠ জব্দ করে লামা বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়।পরবর্তী সময়ে, ABM ইট ভাটায়, এক লক্ষ টাকা, জরিমানা করা হয়।
আলীকদম উপজেলায়, বিভিন্ন পয়েন্টে অবস্থিত, ৩টি,ইট ভাটায় -অভিযান পরিচালনা করে, প্রতি ইট ভাটায়, এক লক্ষ টাকা হারে,দুইটি ইট ভাটায়,-সর্বমোট ০২লক্ষ টাকা জরিমানা আদায় করে,-এবং-FBM ইট ভাটায় কার্যক্রম বন্ধ থাকায়, একটি প্রস্তুতকৃত বাসা,ভাঙ্গনের আদেশ প্রদান করেন,সর্বপরি, উপজেলা নির্বাহী অফিসার, জনাব, মনজুর আলম বলেন, আলীকদম উপজেলায় সকল, অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন, পরবর্তীতেও উপজেলা প্রশাসনের,এই অভিযান চলমান থাকবে,বলে ব্যক্ত করেন।