মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, রোজ,রবিবার,-০২ নভেম্বর ২০২৫ঃখ্রিস্টাব্দ সকালে আলীকদম বাজারস্থ আলীকদম প্রেসক্লাব প্রাঙ্গনে আলীকদম বাবুপাড়া এলাকার, মার্মা জনগোষ্ঠীর আয়োজনে অত্র পাড়া কারবারি আবু মং মার্মার নেতৃত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত,সংবাদ সম্মেলনে- লিখিত বক্তব্যে বলেন,গত ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে, আলীকদম থানার একটি মামলা রুজু করা হয়,এর সুবাদে উক্ত সংবাদ সম্মেলনে বাবুপাড়া কারবারি জনাব,আবু মং মার্মা সংবাদ পাঠ করেন,এবং উক্ত মামলার সাক্ষীগন মামলার ঘটনার বিষয়ে কোন কিছু জানে না বলে সংবাদ সম্মেলনে জানান।
বাবুপাড়ার পক্ষে পাড়া কারবারি আবু মং মার্মা জানায়,গত ২৬ অক্টোবর,২০২৫ ইং,-তারিখে বুচিখালের চর এলাকায়,মারধর ও চুরি সংক্রান্ত অভিযোগে বাদী মিতংগ্য মার্মা কর্তৃক ২৯ অক্টোবর,২০২৫ ইং তারিখে ০৫ জনকে বিবাদী করে, একটি মামলা দায়ের করেছে তাহা সম্পুর্ন মিথ্যা,পরিকল্পিত ও সাজানো- এবং মিত্যা বানোয়াট-
বলে বক্ত্যব্যে প্রকাশ করা হয়।
ঐ দিন, বাদীর সাথে বিবাদী " ফোগ্য মার্মা,"চাইয়েঅং মার্মা, "ক্যসৈ থোয়াই মার্মা" মংএথোয়াই মার্মা, "অংথোয়াইচিং মার্মাদের মারধর বা চুরি বা হুমকী এই ধরনের কোন ঘটনা হয়নি। এমনকি কোন বাড়াবাড়ি বা কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
এই মামলার বিবাদীগন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি ও সাবেক ইউপি চেয়ারম্যান হন।
অত্র এলাকার কিছু ব্যবসায়ী ও বাবুপাড়ার কিছু খারাপ লোকের উস্কানির ফলে বাদীকে ব্যবহার করে হয়নিমুলক মিথ্যা মামলা করা হয়েছে।
তারা বলেন এই মামলার সঠিক তদন্ত ও মিথ্যা মামলা করার বিরুদ্ধে -অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।