রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের কক্ষে সাইবার অপরাধ রোধে রবিবার বিকেল তিনটার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা ও সাইবার নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার, হয়রানি, অবৈধভাবে অর্থ আদায় বন্ধে এককথায় সাইবার অপরাধরোধে তিনি প্রায় নয়বছর ধরে কাজ করে আসছেন। তিনি একজন পরিবেশ কর্মী হিসেবেও নিয়োজিত আছেন। টেক ডাউন ফাইটার্স নামের তাঁর একটি আইটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন,বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধভাবে জুয়া,বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব অপরাধমূলক কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ,সামাজিক নৈতিকতা,জনস্বার্থ ও অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থী।এটি তরুণ ও যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করছে। Rasel JTS নামের একটি ফেসবুক পেইজ থেকে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার,পর্নোগ্রাফি সম্পর্কিত অবৈধ কন্টেন্ট তৈরি করে দীর্ঘদিন ধরে তা প্রচার করে আসছে।
এ অবস্থায় সাইবার নিরাপত্তা বিষয়ক আইটি প্রতিষ্ঠান টেক ডাউন ফাইটার্সের পক্ষে ব্যরিস্টার ইসতিয়াক আলম পিয়ালের মাধ্যমে Rasel JTS ফেসবুক পেইজের স্বত্তাধিকারী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা মো.রাসেল মিয়াকে চলতি বছরের ২৭সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়।এতে উল্লেখ করা হয়,সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কন্টেন্টে অবৈধ অনলাইন জুয়ার বিজ্ঞাপন অবিলম্বে অপসারণ করতে হবে। ভবিষ্যতে এরূপ কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবেন না এই মর্মে তাঁকে লিখিত নিশ্চয়তা প্রদান করতে হবে। নোটিশ প্রাপ্তির ২৪ঘণ্টার মধ্যে এসব অপসারণ করা না হলে আপনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের আওতায় সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং এর সমস্ত দায়ভার একান্তই আপনার ওপর বর্তাবে। সংবাদ সম্মেলনে তিনি সাইবার অপরাধ রোধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসহ গণমাধ্যম কর্মীদের হস্তক্ষেপ কামনা করেন।
Rasel JTS নামের ফেসবুক পেইজের স্বত্তাধিকারী মো.রাসেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, জুয়ার বিজ্ঞাপন ও পর্নোগ্রাফি সংক্রান্ত যা ভিডিও আমার ফেসবুক পেইজে ছিল তা আমি সরিয়ে ফেলেছি। ভুলবশত এমনটি হয়ে গিয়েছিল। এ জন্য আমি ক্ষমা প্রার্থী। লিগ্যাল নোটিশ পেলেও আইনের বিষয়টি আমি বুঝি না। তাই জবাব দেওয়া হয়নি।
টেক ডাউন ফাইটার্স নামের আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব বলেন, Rasel JTS ফেসবুক পেইজ থেকে কন্টেন্টের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও পর্নোগ্রাফি বন্ধে এটির স্বত্তাধিকারী মো.রাসেল মিয়াকে লিগ্যাল নোটিশ দেওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো অপরাধমূলক কার্যক্রম তিনি বন্ধ করেননি। আমি এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ আহমদ, গিয়াস উদ্দিন রানা, এনামুল হক এনাম, ,রাজু ভূইয়া, রবি মিয়া, সোহান আহমেদ, উজ্জ্বল সরকার প্রমুখ।