
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায়। সভা পরিচালনায় সহযোগিতা করেন ইপসা’র উপজেলা সমন্বয়কারী জনাব মাহাবুবুল আলম।
সভায় মে থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত গ্রাম আদালতের মামলার অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও পরবর্তী করণীয় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জয়শ্রী ইউনিয়নের হিসাব সহকারী সুমন বর্মন। প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭৪টি মামলা দাখিল হয়, যার মধ্যে ৬৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া ৯ লাখ ৬৯ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়েছে।
সভায় ইউএনও জনি রায় বলেন,
প্রান্তিক জনগোষ্ঠীর বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাসিক সভায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে আলোচনা করা জরুরি।
তিনি চেয়ারম্যানদের নিয়মিত শুনানি পরিচালনা, প্রচার বৃদ্ধি এবং লক্ষ্য অনুযায়ী মামলা গ্রহণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
ইউএনও এএসিওদের মামলার নথি ও রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেন।
সভায় গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয় এবং তা উত্তরণের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সার্টিফিকেট সহকারী মো. জাকির হোসেন।